রহমত নিউজ 20 July, 2025 09:00 PM
গতকাল শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত মহাসমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। পরে হাসপাতালে নেওয়া হলে তার স্বাস্থ্যের উন্নতি হয় এবং তিনি বাসায় চলে আসেন। আর তাই জামায়াতের আমীরের স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাস ভবনে গিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ।
রোববার (২০ জুলাই) জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের বাস ভবনে যান বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন ও প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী।
এ সময় খেলাফত আন্দোলন নেতৃবৃন্দ আমীরের জামায়াতের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত কামনা করেন। ডা. শফিকুর রহমান খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন ও তাদের জন্য দুআ করেন।